দেশে ফিরেছেন ৬৯ হাজার হাজি


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

চলতি হজ মৌসুমে ফিরতি হজ-ফ্লাইটে এপর্যন্ত ৬৮ হাজার ৯শত ৫১ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯০টি হজ-ফ্লাইটে ৩৫ হাজার ৮শত ৪৮ জন হাজি। অবশিষ্ট ৩৩ হাজার ১০৩ জন হাজী সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন। রোববার রাতে  বিমানের আরো ২টি হজ-ফ্লাইটে হাজিদের নিয়ে দেশে ফেরার কথা রয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান জানায়, ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় মাসব্যাপী এই ফ্লাইট কার্যক্রম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরো ৫৪ হাজার ৮শ ৪৫ জন হাজিকে জেদ্দা-ঢাকা রুটে বাংলাদেশে নিয়ে আসবে।

তারমধ্যে ২ হাজার ৭শ ৪২ জন ব্যালটি হাজি অবশিষ্ট ৫২ হাজার ১শ ৩ জন নন-ব্যালটি হাজি রয়েছেন। সব মিলিয়ে বিমান আরো ১৪০টি হজ-ফ্লাইট পরিচালনা করবে। ইতোমধ্যেই প্রায় ৭০ হাজারের মতো হাজি দেশে ফিরেছনি, অবশিষ্ট হাজিরা অক্টোবরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।