বিদ্যুৎ বিভ্রাটে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ এএম, ০১ নভেম্বর ২০১৪

একযোগে সারাদেশে বিদ্যুৎ বিভ্রাটে জনগণের দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার বিকেল সাড়ে ৩টায় ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারে (এনএলডিসি) উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

বৈঠক শেষে নসরুল হামিদ বলেন, এরই মধ্যে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ চলে এসেছে। সন্ধ্যার মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। গুরুত্ব বিবেচনা করে মেডিকেল ও বিমানবন্দরে ইতোমধ্যেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউসকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে বিদ্যুতের জাতীয় গ্রিড বিকল হয়ে পড়ায় বেলা সাড়ে ১১টার দিকে সারাদেশে বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।