দেশেও হিরো তৈরি হচ্ছে (ভিডিও)


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৮ অক্টোবর ২০১৫

বিমানবন্দরে ফেলে যাওয়া মূল্যবান ল্যাপটপটি ফিরে পেয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের ‘হিরো’ বলে সম্বোধন করলেন জাতিসংঘের কর্মকর্তা আরিফা এস শারমিন।

শারমিন জাতিসংঘের হয়ে ইস্ট তিমুরে কাজ করেন। ঘটনাটি রোববার দুপুরের। কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের (এমএইচ০১২) ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেন তিনি। তবে বিমানবন্দরে তার প্রাইভেট কারে গাড়িতে উঠার সময় ভুলক্রমে ট্রলিতে ফেলে যান তার ল্যাপটপটি।

বনানী সড়ক পার হবার পর তিনি ল্যাপটপ হারিয়েছেন বলে বুঝতে পারেন। বিমানবন্দরে ফিরে এসে বিষয়টি এপিবিএনকে অবগত করেন। পরবর্তিতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শারমিনকে ল্যাপটপটি বুঝিয়ে দেয় এবিপিএন কর্তৃপক্ষ।

ল্যাপটপ পেয়ে আবেগাপ্লুত শারমিন এপিবিএনের উদ্দেশ্যে বলেন, ‘আমি বিমুগ্ধ, আমার দেশেও হিরো তৈরি হচ্ছে তার নমুনা পেলাম আজ। সবাইকে ধন্যবাদ।’

এ বিষয়ে বাহিনীটির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল জাগো নিউজকে বলেন, ‘উপযুক্ত প্রমাণের ভিত্তিতে শারমিনকে ল্যাপটপটি বুঝিয়ে দেয়া হয়েছে। হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারে এপিবিএনের সব সদস্যদের বিশেষভাবে নির্দেশনা দেয়া আছে।

তিনি বলেন, বিমানবন্দরে যাত্রীসেবায় আস্থা অর্জন করতে পারায় এপিবিএন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জনগণের ভালোবাসা নিয়ে আমরা আরো ভালো কাজ করতে চাই।’

এর আগে ১৬ অক্টোবর বিমানবন্দরে দুই হাজীর লাগেজ হারানোর ২৪ ঘণ্টা পর এপিবিএন সেগুলো উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।