যারা দরিদ্র্যের হক মারে তাদের বিচার হবে : মেনন
যারা কাবিখা, ভিজিএফ কার্ডের চালসহ গ্রামের হত দরিদ্র্য মানুষের হক মেরে খায় তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার বিকেলে নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ক্ষেতমজুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, নড়াইলে তিন চাকার চালকরা যান চলাচলে কোনো প্রকার আইন ভঙ্গ করছেন না। যারা তাদের চলাচলে বাধা দিচ্ছেন তারা রাষ্ট্রীয় আইন ভঙ্গ করছেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ক্ষেত মজুর ইউনিয়নের সভাপতি বিমল বিশ্বাস, নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি দীপংকর সাহা দিপু প্রমুখ।
হাফিজুল নিলু/এআরএ/আরআইপি