ইরাককে সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৫

সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ইরাককে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। রোববার চীনে ষষ্ঠ শিয়াংশান নিরাপত্তা ফোরামে দেয়া ভাষণে রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি অ্যানতোভ এ কথা বলেন। সূত্র প্রেস টিভি।
 
আনাতোলি অ্যানতোভ বলেন, তাকফিরি নেটওয়ার্কের বিরোধী লড়াইয়ে সামরিক সহায়তার জন্য ইরাক সরকারের অনুরোধ এখনো মস্কো পায় নি। তবে এ ধরণের অনুরোধ পেলে তা রাশিয়া বিবেচনা করবে বলে জানান তিনি।
 
সিরিরায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে রুশ বিমান অভিযান উল্লেখযোগ্য সফলতা লাভ করার প্রেক্ষাপটে এ বক্তব্য দিলেন আনাতোলি অ্যানতোভ। এর আগে মার্কিন নেতৃত্বাধীন কথিত জোটের তাকফিরি বিরোধী  বিমান হামলাকে কার্যকর নয় বলে ইরাকের অনেক কর্মকর্তাই অভিযোগ করেছেন।
 
এর আগে ইরাকের অনেক কর্মকর্তা তাকফিরি বিরোধী লড়াইয়ে রুশ সহায়তা নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।