জমে উঠেছে সিলেট-বরিশালের ম্যাচ


প্রকাশিত: ১২:১১ পিএম, ১৮ অক্টোবর ২০১৫

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে সিলেট বিভাগ এবং বরিশাল বিভাগের ম্যাচ দ্বিতীয় দিনেই জমে উঠেছে। বরিশাল বিভাগ প্রথম ইনিংসে ১৫৫ রানে গুটিয়ে যাবার পর সিলেট বিভাগকেও আটকে দেয় ১৭২ রানে। ফলে দিন শেষে ১৩৪ রানে এগিয়ে আছে বরিশাল।

রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের এক উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাট করতে নামে সিলেট। বরিশালের সোহাগ গাজী এবং গোলাম কবিরের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭২ রানেই গুটিয়ে যায় সিলেটের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন রুমান আহমেদ। এছাড়া ইমতিয়াজ ২৫ এবং রাহাতুল ২০ রান করেন। বরিশালের পক্ষে সোহাগ গাজী ২৪ রানে নেন তিনটি উইকেট। এছাড়া ৪১ রানে পান তিনটি উইকেট পান গোলাম কবিরও।

বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শাহরিয়ার নাফিস এবং সালমান হোসেন ১২৭ রানের জুটি গড়ে সে চাপ সামলে নেন। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত রয়েছেন সালমান। এছাড়া নাফিস করেন ৬৭ রান।

বরিশালের আউট হয় তিনটি উইকেটই তুলে নেন সিলেটের খালেদ আহমেদ।

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।