রাঙামাটি সরকারি কলেজে সংঘর্ষ : বিশেষ আইনশৃঙ্খলা সভা


প্রকাশিত: ১১:৫১ এএম, ১৮ অক্টোবর ২০১৫

রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগ এবং পাহাড়ি ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শান্তি-শৃঙ্খলাপূর্ণ ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

শনিবার কলেজ ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে ওই দুটি ছাত্র সংগঠনের কর্মীরা। ঘটনার পর অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখাসহ এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির উন্নয়নে সব সম্প্রদায়, জাতি-গোষ্ঠী, দলমত, নির্বিশেষে সবাইকে সহনশীল হয়ে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Rangamati
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমা, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কলেজ শাখার ছাত্রলীগ, পিসিপি নেতা ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় মতামত ব্যক্ত করে বলা হয়, জরুরিভাবে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের কলেজ ব্যাজসহ ইউনিফর্ম ব্যবহার, কলেজ ক্যাম্পাসের ভেতর সিসি ক্যামেরা স্থাপন, সীমানা প্রাচীর নির্মাণ, স্থায়ীভাবে কলেজগেটে পুলিশ ফাঁড়ি নির্মাণ ও সাপ্তাহিক রাজনৈতিক মিছিল, সমাবেশ নিষিদ্ধ করা দরকার।

এদিকে শনিবার রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগ-পিসিপি সংঘর্ষের সময়ে দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে রোববার সকালে শহরের কলেজগেট এলাকার ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মিছিল শেষে কলেজগেটে রূপ ফার্ণিচারের মালিক সাইদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ব্যবসায়ী মোমিনুল, মো. হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।

Bikkov
তারা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। অপরদিকে কলেজে ছাত্রলীগ কর্মীদের উপর হামলার প্রতিবাদে সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। সকালে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে হ্যাপীরমোড় এলাকায় গিয়ে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা শনিবার কলেজে ছাত্রলীগ কর্মী ও সাধারণ ছাত্রদের ওপর হামলার জন্য পিসিপিকে দায়ী করে সংগঠনটি পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক রাজনীতি ও উষ্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে ছাত্রলীগের কোনো নেতাকর্মীর উপর আঘাত করা হলে ছাত্রলীগও বসে থাকবে না।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরী, যুগ্মসম্পাদক বিপুল ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন, সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ ও রাঙামাটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা।
 
সুশীল প্রসাদ চাকমা/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।