উগ্র মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি


প্রকাশিত: ১১:১০ এএম, ১৮ অক্টোবর ২০১৫

খুলনায় উগ্র মোটরসাইকেল চালকদের হাত থেকে নগরবাসীকে রক্ষার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন খুলনা সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার লাভ করায় তাকে অভিনন্দন জানাতেই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে মিজান বলেন, নগরীতে বখে যাওয়া যুবকরা এমনভাবে মোটরসাইকেল চালায় যে, তা যেকোনো মানুষের ঘুম হারাম করে দেবার জন্য যথেষ্ট। তারা সড়ক দুর্ঘটনায় নিহত হলে ক্ষতিগ্রস্ত হবে তার পরিবার। নগরীতে এভাবে মোটরসাইকেল চালানো বন্ধ করার জন্য তিনি পুলিশ কমিশনারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

মিজান আরো বলেন, খুলনার খালগুলো এখন বেদখল হয়ে আছে। এগুলো উদ্ধার করতে না পারলে খুলনার মানুষ বাঁচবে না। তিনি সিটি মেয়রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এগুলো উদ্ধার করে পানি নিষ্কাষণের বিষয়টি সমাধান করুন।

২৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন খুলনা জেলা স্টেডিয়াম নির্মাণের জন্য বরাদ্দের দাবি জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে এ বিষয়ে খুলনাবাসীকে নিয়ে আন্দোলন গড়ে তুলবো। স্টেডিয়ামে ফ্লাড লাইটেরও দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব শেখ মোশাররফ হোসেন, ১৪ দল নেতা খালিদ হোসেন, শরীফ শফিকুল হামিদ চন্দন প্রমুখ।

আলমগীর হান্নান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।