শেখ রাসেলের স্মৃতিচারণ করলেন জয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ছেলে বেলার স্মৃতিচারণ করে সবাইকে আবেগ আপ্লুত করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শেখ রাসেলের ৫২তম জন্মদিনে ছেলে বেলার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ছোট মামার বয়স তখন ১০ বছর। আর আমি ছিলাম ৪ বছরের শিশু। যতটুকু মনে আছে, মামা ছিলেন সৌখিন গাড়ি পাগল। অনেক খেলনা গাড়ি ছিল মামার। মাঝে মাঝে মামার গাড়ি নিয়ে দৌড়ে গিয়ে আমার নানীর আঁচলের নিচে পালানোর চেষ্টা করতাম আমি। তাতে লাভ হতো না, মামা পেছনে ছুঁটে আমাকে ধরে ফেলতেন।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়ামে সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয় বলেন, ছোট মামা বেঁচে থাকলে আজ অনেক কিছু হতো। রক্ত পিপাসু ঘাতকরা নিষ্পাপ মামাটাকেও হেহাই দেয়নি। তিনি আরো বলেন, জিয়াউর রহমান ইনডেমেনিটি বিল এনে ঘাতকদের রক্ষার চেষ্টা করেছেন। লাভ হয়নি আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে খুনিদের বিচার করেছেন। যেসব খুনি এখনো বিদেশে পালিয়ে আছেন, তাদেরও দেশে এনে শাস্তি কার্যকর করা হবে।
আরএম/জেডএইচ/পিআর