দফা একটি, গণতন্ত্র প্রতিষ্ঠিত করা
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, এখন দফা একটি, আর সেটা হলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধের মাধ্যমেই সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলনের যেতে দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ অগ্নিসেনা সংসদ আয়োজিত এক আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নোমান বলেন, এক্ষেত্রে যার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি নিয়েই এগিয়ে যেতে হবে। কারণ সংবিধান সম্মতভাবে দেশ চলছে না। এ কারণে ৫ জানুয়ারির অবৈধ নির্বাচন বাতিল করে সংবিধান সংশোধনের মাধ্যমে নতুন নির্বাচনের ঘোষণা করতে হবে। গণতন্ত্র ও বাকস্বাধীনতা আজ দেশ থেকে নির্বাসিত বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে দেশে মানবাধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা হবে না।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এতে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান ও যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
এমএম/জেডএইচ/এএইচ/আরআইপি