অবেশেষে মুক্তি পাচ্ছে নগর মাস্তান


প্রকাশিত: ০৮:০১ এএম, ১৮ অক্টোবর ২০১৫

মুক্তির অনুমতি চেয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে সেন্সর বোর্ডে জমা পড়েছিলো আলোচিত চলচ্চিত্র ‘নগর মাস্তান’। তখন অশ্লীলতার দায়ে ছবিটিকে আটকে দেয়া হয়। এ ছবির বিরুদ্ধে অভিযোগ উঠেছে অশ্লীল দৃশ্যের ছড়াছড়িসহ বেশ অসংলগ্ন সংলাপের।

পরে আপত্তিকর সেইসব দৃশ্য বাদ দিয়ে আবারো সেন্সরে জমা পড়ে ছবিটি এবং প্রদর্শনীর ছাড়পত্র পায়। সেটি অবশেষে আগামী ২৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘নগর মাস্তান’ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে এ প্রজন্মের তিন তারকা জায়েদ খান, পরীমনি ও শাহরিয়াজকে।

ছবিতে বেশিরভাগ কলাকুশলীই স্বনামে অভিনয় করেছেন। পরিচালক সূত্রে জানা গেছে, ছবিতে পরীমনি পরী, জায়েদ খান জায়েদ ও শহারিয়াজ তার নিজ নামেই অভিনয় করেছেন।

ছবিটিতে এই তিন তারকা ছাড়া আরো অভিনয় করেছেন তিতান চৌধুরী, মিশা সওদাগর, আলীরাজ, রাফজান জানি প্রমুখ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চলচ্চিত্রটিকে সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়। আপত্তিকর কিছু দৃশ্য থাকায় সেটি আটকে দেয় সেন্সরবোর্ড। পরবর্তী সময়ে কিছু দৃশ্য বাদ দিয়ে সিনেমাটি আবারও সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়। এরপর ছাড়পত্র মেলে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।