সরিষাবাড়িতে মাদ্রাসা ছাত্রীর শরীরে এসিড নিক্ষেপ


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০১ নভেম্বর ২০১৪

জামালপুরের সরিষাবাড়িতে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলছে গেছে এক মাদ্রাসা ছাত্রীর শরীর। শনিবার এ ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

স্থনীয় সূত্র জানায়, জেলার সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্টপুর গারাডোবা গ্রামের সুরুজ্জামানের মেয়ে গারাডোবা আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মোছাম্মত সূচণা বেগম শনিবার সকাল সাড়ে ৯টার দিকে টেস্ট পরীক্ষার জন্য মাদ্রাসা এসে ছাত্রীদের কমনরুমের বাথরুমে যায়। এ সময় বাথরুমের জানালা দিয়ে ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে অজ্ঞাত দুবৃত্তরা এসিড ছিটালে সূচণার পুরো পিঠ ঝলসে যায়। পরে মাদ্রাসা কৃর্তপক্ষ সূচণাকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভতি করে।

গারোডোবা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবু বক্কর সিদ্দিক বলেন, কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা আমরা বুঝতে পারছি না।

সরিষবাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসক বলেছেন, সূচণার পিঠের অনেকটা ঝলসে গেছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এটি এসিড নাকি অন্য কোন কেমিক্যাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।