সমকালীন রাজনৈতিক ভাবনার চলচ্চিত্র নাগরিক


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৮ অক্টোবর ২০১৫

বাংলাদেশের সমকালীন রাজনৈতিক বাস্তবতা নিয়ে তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাগরিক’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী খন্দকার মো. জাকির তার গ্রাজুয়েট ছবি হিসেবে নির্মাণ করেছেন ছবিটি।

বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচির নামে যেসব অরাজকতা ও নৈরাজ্য তৈরি হয়, তার প্রভাব পড়ে দেশের সাধারণ জনগণের মধ্যে। মূলত এসব রাজনৈতিক কর্মসূচীর সময় প্রত্যেক নাগরিক ভয় আর আতঙ্ক নিয়ে দৈনন্দিন জীবনযাপন করে। অনেকসময় সাধারণ মানুষ রাজনৈতিক সহিংসতার বলি হয়ে লাশঘরে ফেরে। নাগরিক মনের সেই উৎকণ্ঠা আর আতঙ্কের গল্প ’নাগরিক’।

নির্মাতার মতে, কাহিনীচিত্রটির সময়সীমা নিয়ে সীমাবদ্ধতা থাকলেও এতে রয়েছে- মধ্যবিত্ত বাঙালি জীবনের সংকীর্ণতা, দাম্পত্য জীবনের নানা সময়ে হানা দেয়া সন্দেহ, এর মধ্যে রাষ্ট্রের সাবালকত্ব হবার চেষ্টা, সাধারণ মানুষের খেসারত, সবমিলিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটির রাজনীতিতে নতুন সংস্কৃতি মানুষ পুড়িয়ে মারা। এসব উপাদান নিয়ে জনসচেতনতা এবং নিজের প্রতি দায়বদ্ধতা থেকে ‘নাগরিক’ তৈরির প্রচেষ্টা।

ছবিটিতে অভিনয় করেছেন ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের ছাত্র-ছাত্রী ও পালাকার এবং নাট্যদলের অভিনয়শিল্পীরা। ছবিটি এখন সিঙ্গাপুর ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্লাটফরম ‘ভিডসি’তে প্রদর্শিত হচ্ছে।


এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।