বুলেটিনে দেয়া হলো না মৃত্যুর তথ্য, জানানো হবে প্রেস রিলিজে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৭ মে ২০২০

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে নিয়মিত ব্রিফিং বা পরবর্তী হেলথ বুলেটিনে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা জানিয়ে আসছিল স্বাস্থ্য অধিদফতর। তবে আজ বৃহস্পতিবারের (৭ মে) বুলেটিনে মৃত্যুর তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। তারা বলেছে, আজই তা প্রেস রিলিজে জানিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নতুন শনাক্ত ও সুস্থ রোগীর সংখ্যা বলার পর তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।’

গতকাল বুধবার (৬ মে) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছিল বলে সেদিনের বুলেটিনে জানায় স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবারের বুলেটিনে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৮৬৭টি। এই নমুনা পরীক্ষা করে ৭০৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।’

তিনি আরও বলেন, ‘এখানে আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমি গতকাল ভুলবশত আমাদের মোট যা পরীক্ষা করা হয়েছে, সেই বিষয়ে শনাক্তের ক্ষেত্রে বলেছিলাম – এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

পিডি/এইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।