পুলিশের ডিসির বিরুদ্ধে হত্যার অভিযোগ


প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর মগবাজারের নয়াটোলায় শামসুল হক (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। জমির বিরোধ নিয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের সরবরাহ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইমাম হোসেনের নির্দেশে তার ভাইয়েরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন শামসুল হকের ভাই ফালান মিয়া।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ভাই ফালান মিয়া জানান, ১৪৮ নং নয়াটোলার বাড়ির একটি অংশের জায়গা নিয়ে শামসুল হকের সঙ্গে পুলিশের ডিসি ইমাম হোসেনের এক বছর ধরে বিরোধ ও মামলা চলছে। এরই জেরে ইমামের ভাই মোরসেদ ও শহীদুল্লাহ শামসুলকে পিটিয়ে হত্যা করেছে।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, রাতে শামসুল হকের বাড়িতে কয়েকজন যুবক এসে তাকে পিটিয়ে চলে যায়। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় এপর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।