এবার হামলার আশঙ্কায় মার্কিন দূতাবাসের সতর্কতা জারি


প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৭ অক্টোবর ২০১৫

এবার হামলার আশঙ্কায় নাগরিকদের উদ্দেশে সতর্কতা জারি করলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শরিবার রাতে দূতাবাস তাদের নাগরিকদের উদ্দেশে চলাচলে সতর্কতা জারি করে বলেছে, নির্ভরযোগ্য সূত্রগুলো পরামর্শ দিচ্ছে পশ্চিমা নাগরিকদের উপরে আবারো হামলা হতে পারে। এই হামলা বড় কোনো সমাবেশ অথবা আন্তর্জাতিক হোটেলগুলোতেও হতে পারে।

মার্কিন দূতাবাস থেকে বলা হয়, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দুই বিদেশি নাগরিক হত্যার দায় স্বীকার করেছে। পরবর্তীতে বাংলাদেশে মার্কিন নাগরিকসহ পশ্চিমাদের উপর আরো হামলার পরিকল্পনা রয়েছে তাদের।

দূতাবাস থেকে আরো বলা হয়, যদিও বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পশ্চিমা নাগরিকদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করছে তারপরও সন্ত্রাসীরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।


ওই বার্তায় বাংলাদেশে ভ্রমণরত কিংবা অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া, নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকা এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের ব্যাপারে সতর্ক থাকতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে ভ্রমণের সময় দূতাবাসের কর্মীরা সতর্কতামূলক নিরাপত্তার নিয়ম অনুসরণ করবেন। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জনসমাগমের স্থলে যেতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া তাদের পায়ে হেঁটে, মোটরসাইকেলে, সাইকেলে কিংবা কোনো ধরনের খোলামেলা বাহনে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।