ভিডিও প্যাক নিয়ে এলো এয়ারটেল


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৫

দ্রুত বর্ধনশীল মোবাইল অপারেটর এয়ারটেল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ভিডিও প্যাক নামে একটি ইন্টারনেট প্যাক। এই প্যাক ইউটিউব ও পপকর্নলাইভ ওয়েবসাইট ব্রাউজ করা যাবে। গণমাধ্যমে পাঠানো এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিডিও প্যাকে রয়েছে ১০ টাকায় তিন দিনের মেয়াদসহ ৭৫ মেগাবাইট থ্রিজি ইন্টারনেট, ৫০ টাকায় সাতদিনের মেয়াদসহ ৪০০ মেগাবাইট থ্রিজি ইন্টারনেট,  ১৩০ টাকায় ৩০ দিনের মেয়াদসহ এক গিগাবাইট থ্রিজি ইন্টারনেট। ভিডিও প্যাকগুলো এয়ারটেল গ্রাহকদের ভিডিও ব্রাউজিং এ সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এয়ারটেল।

এই অফারের মাধ্যমে হেভি ইন্টারনেট ব্যবহারকারীরা কম দামে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন বলে জানিয়েছে এয়ারটেল।

আরএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।