স্বাস্থ্য অধিদফতরের তথ্যে গরমিল: সুস্থ ১৪৭ বললেও হিসাব ১১৮ জনের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৪ মে ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও আশার আলো দেখাচ্ছে সুস্থ মানুষের ক্রমবর্ধমান সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন সুস্থ হয়েছেন করোনাভাইরাস থেকে। এ নিয়ে মোট এক হাজার ২১০ জন সুস্থ হলেন। তবে সুস্থ রোগীদের হিসাবের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের তথ্যে গরমিল দেখা যাচ্ছে।

সোমবার (৪ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন সুস্থ হয়েছেন। এরপর তিনি কোন কোন হাসপাতাল থেকে কতজন সুস্থ হন তার হিসাব তুলে ধরেন।

তিনি জানান, নতুন যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালের ১৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১১ জন, ঢাকা মহানগর হাসপাতালের সাতজন, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৩ জন, মিরপুর লালকুঠি হাসপাতালের চারজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালের ১১ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের ১৭ জন, রংপুর বিভাগের চারজন এবং সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ১৪ জন রয়েছেন।

এ সংখ্যা যোগ করলে দেখা যায় ১১৮ জন। এছাড়া গত রোববারের (৩ মে) উপস্থাপিত বুলেটিনে মোট সুস্থ এক হাজার ৬৩-এর সঙ্গে নতুন ১৪৭ জন যোগ করলে মোট সুস্থ এক হাজার ২১০ হওয়ার কথা থাকলেও ডা. নাসিমা এ সংখ্যা বলেন এক হাজার ২০৯।

এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদফতরের এ অতিরিক্ত মহাপরিচালক জাগো নিউজকে বলেন, আমরা অনেকবার যোগ করে দেখেছি, যোগফল ১৪৭-ই হয়।

বুলেটিনে উপস্থাপিত তথ্য মিলিয়ে প্রাপ্ত যোগফলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এখন টালি করে দেখার সময় আমার নেই। প্রেস রিলিজ পাঠালে জানতে পারবেন।

বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২৬০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮৭ হাজার ৬৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৬৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে মারা গেছেন ১৮২ জন।

এমইউ/এইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।