ভৈরবে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৭ অক্টোবর ২০১৫

ভৈরবের মেঘনা নদীতে শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো পাওয়ার ৬ষ্ঠ ভৈরব নৌকাবাইচ।

ভৈরব গাঙ সমিতির আয়োজনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও পাওয়ার ড্রিংক্স এর পৃষ্ঠপোষকতায় নৌকাবাইচটি অনুষ্ঠিত হয়। বিকেলে প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই কানায় কানায় ভরে যায় সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু আর মেঘনার পাড়। আনন্দ ধারা প্রবাহিত হয়েছে মেঘনা পাড়ে সব বয়সী মানুষের মাঝে।

Bhoirab

বিকেল সাড়ে তিনটায় নৌকাবাইচ উদ্বোধন করেন ভৈরব উপজেলা স্থানীয় সাংসদ ও বিসিবির সভাপতি নাজমূল হাসান পাপন।

Bhoirab

বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক জি এস এম জাফরউল­াহ, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, ভৈরব আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. সায়দুল­াহ মিয়া, প্রাণ বেভারেজ লিঃ এর চীফ অপারেটিং অফিসার মো. আনিসুর রহমান, হেড অব মার্কেটিং মো. আতিকুর রহমান প্রমুখ।   

Bhoirab

২১টি নৌকা ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। পরে তিন গ্রুপের প্রথম স্থান অধিকারীদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা হয়। এতে চ্যাম্পিয়ন হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উছমান উল­াহ্র নৌকা।  

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আসাদুজ্জামান ফারুক/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।