পরিবহনে ২ হাজার কোটির চাঁদাবাজি অথচ ৭০ লাখ শ্রমিক না খেয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৩ মে ২০২০

পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, 'আপনারা জানেন কি না জানি না, আপনাদের সংগঠনের নেতারা দুই হাজার কোটি টাকার চাঁদাবাজি করেন। অথচ আপনারা ৭০ লাখ শ্রমিক না খেয়ে আছেন, তারা কেউ কোনো খবর নেয়নি।'

রোববার (৩ মে) হবিগঞ্জের চুনারঘাট উপজেলায় এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণের সময় ফেসবুকে লাইভে তিনি এসব কথা বলেন।

সুমন বলেন, যারা শ্রমিকদের এই দুঃসময়ে পাশে না থেকে ঘরে বসে আছে, তারা প্রকৃত নেতা নয়, চেয়ারের নেতা। মাস্টারদেরও ফান্ড আছে, চা শ্রমিকদেরও ফান্ড আছে। সেখান থেকে সাহায্য সহযোগিতা করা হয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো খবর নাই।

দেশের এই সংকটকালে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেয়া নেতারা ঘরে বসে আছেন। এখন শ্রমিকদের নেতারা কোথায় আছেন?

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, আপনারা হয়তো জানেন, এ দেশের সামনে অনেক বড় বিপদ। করোনা হয়তো চলে যাবে কিন্তু অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়ে যাবে। কখনও কি ভেবেছিলেন এভাবে বাস চালিয়ে মাসের পর মাস বসে থাকতে হবে?

সুমন বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, ঈদের আগ পর্যন্ত আপনাদের সহযোগিতা করে যাব। আমি এলাকার মানুষকে কষ্ট করতে দেব না।

এফএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।