আনসার আল ইসলামের এক শীর্ষস্থানীয় নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০১ মে ২০২০
ফাইল ছবি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল। বৃহস্পতিবার(৩০ এপ্রিল) রাতে রাজধানীর আরামবাগের টি এন্ড টি কলেজের সামনে থেকে খালেদ সাইফুল্লাহ ওরফে সগির আহমেদ (৩৯) নামে ওই জঙ্গি সদস্যকে গ্রেফতার করে সিটিটিসির একটি দল। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, খালেদ সাইফুল্লাহ আনসার আল ইসলামের হয়ে তার সমমনা উগ্রপন্থী ব্যক্তিদের নিয়ে গ্রুপ তৈরি করে দেশব্যাপী উগ্রপন্থী জিহাদি কথা সম্বলিত বয়ান প্রচার করছে এবং রিক্রুটমেন্ট চালাচ্ছে।

তিনি আরও জানান, খালেদ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সংগঠনের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেইউ/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।