বিএনপি সত্যিকারের গণতন্ত্রের জন্য আন্দোলন করছে


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৭ অক্টোবর ২০১৫

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সত্যিকারের গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। গণতান্ত্রিক আন্দোলন সফল হবেই। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শান্তিপূর্ন ও গণতান্ত্রিক আন্দোলন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অ্যাডভোকেট মরহুম আফসার আহমদ সিদ্দিকীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেছেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। এই সংকটে নিরসনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করছি।

তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আওয়ামী লীগ দীর্ঘ দিন ধরে আন্দোলন করছে। আমরা তাদের দাবির প্রেক্ষিতে নিরপেক্ষ নির্দলীয় সরকারের আইন পাশ করেছি। এ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। পরবর্তী নির্বাচনে বিএনপি জয়লাভ করে। এবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ যখন দেখলো তাদের সাথে জনগণ নেই, তখনই ষড়যন্ত্র শুরু করে।

বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ জনগণ ও রাষ্ট্রের জন্য যা করা প্রয়োজন তা করে নাই। তারা সব সময়ে ক্ষমতাকেই বড় করে দেখেছে। স্বাধীনতার মাত্র তিন বছরের মাথায় গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। তখন আওয়ামী লীগও বন্ধ হয়ে যায়। এবার ক্ষমতায় এসে জনগণের রায় না নিয়ে নিরপেক্ষ নির্দলীয় পদ্ধতি বাতিল করে দলীয় পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করে।

তিনি আরো বলেন, দলীয় পদ্ধতিতে নির্বাচনের নামে ৫ জানুয়ারী একটি ভাগবাটোয়ার নির্বাচন করেছে আওয়ামী লীগ। দেশের জনগণ সে নির্বাচনে ভোট দিতে পারে নাই। এ সরকার জনগণের ভোট হরণ করা সরকার। এ নির্বাচন আমরা বয়কট করেছি।

এ সরকার জাসদের মতো সন্ত্রাসীকে সাথে নিয়ে স্বৈরাচারীদের পাশে বসিয়ে সন্ত্রসী ও স্বৈরাচারীর বিরুদ্ধে বক্তব্য দেয় বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, অ্যাডভোকেট মরহুম আফসার আহমদ সিদ্দিকী ছিলেন একজন আপদমস্তক রাজনীতিবিদ। তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তার  সংগ্রামকে সামনে রেখে আমাদের গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করতে হবে।

আয়োজক সংগঠনের আহবায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।