লেবাননে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুস্তাহিদুর রহমান
লেবাননের নতুন রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি দেশটিতে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মুস্তাহিদুর রহমান ১৯৮৬ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ আর্মির কমিশনপ্রাপ্ত হন। কমিশনপ্রাপ্তির পর থেকে তিনি বিভিন্ন স্তরে স্টাফ, নির্দেশমূলক ও কমান্ড নিয়োগে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর অর্জন করেছেন। বিবাহিত জীবনে তিনি তিন সন্তানের জনক।
জেপি/বিএ