হেঁচকি ওঠা বন্ধ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭:১৪ এএম, ১৭ অক্টোবর ২০১৫

হেঁচকি কোনো অসুখ নয়। তবু এই হেঁচকির কারণেই সমস্যায় পড়তে হয় আমাদেরকে। অনেকসময় হেঁচকি একবার উঠলে আর থামতে চায় না। তাতে করে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। চলুন জেনে নিই, কেন এই হেঁচকি ওঠে এবং এর প্রতিকার-

কেন হয় : সাধারণত পেট পুরে খেলে হেঁচকি দেখা দেয়। তাছাড়া একসঙ্গে প্রয়োজনের চেয়ে বেশি শ্বাস নিয়ে নিলে হেঁচকি শুরু হতে পারে। আর যাদের ধূমপান এবং অ্যালকোহল পানের অভ্যাস আছে তাদেরও হেঁচকি ওঠার সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ বা উত্তেজনার মধ্যে থাকলেও হেঁচকি ওঠা শুরু হতে পারে।

করণীয় : অনেকক্ষণ ধরে হেঁচকি হতে থাকলে এক চামচ চিনি খেয়ে দেখতে পারেন। হেঁচকির সময় চিনি খেলে উপকার পাওয়া যায়।

হেঁচকি ওঠা দূর করতে লম্বা করে একবার শ্বাস নিন। তারপর যতোক্ষণ সম্ভব শ্বাস বুকের মধ্যে চেপে রাখুন। সাথে নাকও চেপে ধরুন। হেঁচকি দূর হবে দ্রুতই।

হেঁচকির সময় কাশি, ঢেকুর বা হাঁচি এর যে কোনো একটি দিতে পারলেই হেঁচকি ওঠা কমে যাবে। এর কারণ কাশি, ঢেকুর বা হাঁচির সময় বুক ও পেটের মাঝের পর্দা সংকুচিত হয়ে যায়। ফলে হেঁচকি ওঠা বন্ধ হয়।

লেবু পাতলা করে কেটে নিয়ে এক টুকরো জিহ্বায় রেখে দিন। তারপর ক্যান্ডি চকলেটের মতো চুষতে থাকুন। দেখবেন হেঁচকি ওঠা বন্ধ হয়ে যাবে।

অনেক সময় কোল্ডড্রিংক্স পান করে বড় ঢেকুর তুললে হেঁচকি ওঠা বন্ধ হয়।

এরপরও হেঁচকি বন্ধ না হলে ডাক্তারের শরণাপন্ন হোন।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।