আজকের জোকস : ১৭ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৭ অক্টোবর ২০১৫

ভোলাবাবু রাতে বেঘোরে ঘুমোচ্ছেন এমন সময় স্ত্রীর ভীষণ ডাকাডাকিতে ধড়মড়িয়ে উঠলেন-
ভোলাবাবু : কী হয়েছে, বেশ তো ঘুমোচ্ছিলাম, আবার ডাকাডাকি কেন?
স্ত্রী : কেন আবার, তোমাকে যে ঘুমের ওষুধ দেয়া হয়নি!

***
এক তরুণী চাকরিজীবী রোজ অফিসে বেশ দেরি করে আসেন। অফিসের বস এই ঘটনা জেনে অনেকবার ওই তরুণীকে শাসিয়েছেন। অথচ আজও সে দুই ঘন্টা দেরি করে অফিসে এসেছে-
বস : আচ্ছা, আজও দেরি হলো কেন?
তরুণী : কী করব স্যার, রাস্তায় এক বখাটে ছেলে পিছু নিয়েছিল!
বস : বলে কী! তাহলে তো দ্রুত হেঁটে আরও এক ঘণ্টা আগে অফিসে পৌঁছানোর কথা, দেরি হল কেন?
তরুণী : আর বলবেন না স্যার, ছেলেটা এত আস্তে হাঁটে!

***
জেলার : তোমার শেষ ইচ্ছে কী?
আসামি : আমার স্ত্রীর হাতের রান্না খেতে চাই।
জেলার : তাতে মৃত্যুর আগে তৃপ্তি পাবে তুমি?
আসামি : না, তৃপ্তি পাবো না। তবে ওর হাতের রান্না খেলেই মরতে ইচ্ছে হবে আমার।

***
স্ত্রী : একটা কথা বলবো, মারবে না তো?
স্বামী : কী কথা?
স্ত্রী : আমি প্রেগন্যান্ট।
স্বামী : এটা তো খুশির সংবাদ, মারবো কেন?
স্ত্রী : না মানে, বিয়ের আগে একবার বাবাকে বলেছিলাম, কী মারটাই না দিলো!

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।