ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে টাইফুন কপ্পো


প্রকাশিত: ০৫:২৯ এএম, ১৭ অক্টোবর ২০১৫

ফিলিপাইনের উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন কপ্পো। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির লুজন দ্বীপে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দেশটি আবহাওয়াবিদরা। টাইফুনটির প্রভাবে ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। খবর বিবিসি।
 
এর আগে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো ফিলিপাইনের জনগণের উদ্দেশে টেলিভিশনে দেয়া ভাষণে টাইফুন কপ্পোর আঘাত হানতে পারে এমন এলাকার লোকজনকে নিরাপদে থাকার এবং প্রয়োজনে তাদেরকে অন্যত্র সরে আসার জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি।

আবহাওয়াবিদরা সর্তক করে বলেছেন, কপ্পোর প্রভাবে ফিলিপাইনে ১২ ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টিপাত এবং বন্যা দেখা দিতে পারে। এছাড়া লুজন দ্বীপের পূর্ব উপকূলে ২ মিটারের (৬ ফুট) বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। দুর্যোগ মোকাবেলায় কপ্পোর সম্ভাব্য আঘাতস্থলে সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
 
আগামী মঙ্গলবার টাইফুন কপ্পো ফিলিপাইন উপকূল ত্যাগ করে তাইওয়ানের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
২০১৩ সালের নভেম্বরে সুপার টাইফুন হাইয়ানে ফিলিপাইনে ৬ হাজার ৩০০ লোক নিহত হন। এ পর্যন্ত স্থলভাগে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ওই ঝড়ে এখনো এক হাজারের মতো লোক নিখোঁজ রয়েছেন।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।