নওগাঁয় বাংলা ভাইয়ের সহযোগী গ্রেফতার


প্রকাশিত: ০৫:১০ এএম, ১৭ অক্টোবর ২০১৫

নওগাঁর আত্রাইয়ে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী আবুল হোসেন মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার বিহারীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল হোসেন ওই গ্রামের  মৃত রুস্তম আলীর ছেলে।                            

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাউসুদ জাগো নিউজকে জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়। সে সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে অবৈধ হত্যাযজ্ঞ, মারপিট, লুটতরাজ, ভাঙচুরে মেতে উঠেন। এ সকল কর্মকাণ্ডে আবুল হোসেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ওসি আরো জানান, ওই সময় তার বিরুদ্ধে ৫টি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর দীর্ঘ দিন থেকে পলাতক ছিলেন আবুল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি গ্রামের বাড়ি এসেছেন। এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আব্বাস আলী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।