বেতের আঘাতে শিক্ষার্থী হাসপাতালে, শিক্ষক আটক


প্রকাশিত: ০৪:০১ এএম, ১৭ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

রাজশাহীতে মাদরাসা শিক্ষকের বেতের আঘাতে আসাদুল্লাহ আল গালিব নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর তেরখাদিয়া মসজিদুল আবরার মাদরাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মাদরাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আহত শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব রাজশাহী মহানগরীর শ্যামপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। সে তেরখাদিয়া মসজিদুল আবরার মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

আহত মাদরাসা শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব জানায়, রাত সাড়ে ১১টার দিকে সে বাথরুমে যেতে চাইলে শিক্ষক এমরান তাকে বেত দিয়ে পেটানো শুরু করেন। এতে সে চিৎকার করতে থাকে। পরে এলাকাবাসী তাকে এসে উদ্ধার করে।

গালিবের বাবা মোসলেম উদ্দিন জানান, তার ছেলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করেন। এছাড়া শিক্ষার্থী নির্যাতন করায় শিক্ষক এমরানকে গণপিটুনি দিয়ে থানায় খবর দেন। পরে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত গালিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই সময় স্থানীয়রা মাদরাসা শিক্ষক এমরানকে পুলিশে সোপর্দ করেন। গালিবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওই মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।

মহানগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জাগো নিউজকে জানান, শিশুটিকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আটক মাদরাসা শিক্ষককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে শিশুর বাবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে এতে গ্রেফতার দেখিয়ে তাকে দুপুরের মধ্যেই আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।