হাট-বাজারের ইজারা পরিশোধের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৮ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের ( কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে হাট-বাজারের ইজারা মূল্য পরিশোধের সময় দুই মাস বাড়িয়েছে সরকার।

সময় বাড়িয়ে গত রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। গত ৩ এপ্রিল হাট-বাজারের ইজারা শোধের শেষ সময় থাকলেও এখন তা আগামী ৩১ মে পর্যন্ত শোধ করা যাবে।

পরিপত্রে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত হাট-বাজারের ইজারা পদ্ধতি এবং তা থেকে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা অনুযায়ী হাট-বাজারের ইজারা বাংলা বছরের ভিত্তিতে (বৈশাখ-চৈত্র) এক বছরের জন্য দিতে হবে। কোনো বছরের যাবতীয় ইজারা কার্যক্রম আগের বছরের ২০ চৈত্র অর্থাৎ ৩ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে।

করোনাভাইরাসে বিশ্বে লাখ লাখ মানুষের আক্রান্ত হওয়া, দুই লাখ মানুষের মারা যাওয়ার কথা উল্লেখ করে পরিপত্রে বলা হয়, দেশের অফিস আদালত, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দেশের অধিকাংশ এলাকা লকডাউন করা হয়েছে। ইতোমধ্যে অনেক লোক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে বিধায় হাট-বাজারের ইজারা মূল্য পরিশোধের সময় আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হলো।

দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। কয়েক দফা সেই ছুটি বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত করা হয়েছে। এই ছুটিতে মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার।

আরএমএম/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।