শাহজালালে ৬৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। শুক্রবার বিকেলে সৌদিআরব থেকে আসা তিন যাত্রীকে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী। তিনি বলেন, সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট ০৪০ বিকেল সাড়ে ৩টায় শাহজালালে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তিন জন যাত্রীর স্বর্ণ নিয়ে সুকৌশলে গ্রিন চ্যানেল পার হয়ে বাইরে অবস্থান করছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে তাদের অফিসে নিয়ে এসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তিন জনের নিকট থেকে মোট ৬ টি বার উদ্ধার করা হয়। যার ওজন ৬৮০ গ্রাম। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।