জবির ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া অসম্ভব : উপাচার্য


প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। শুক্রবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কারিগরিভাবে যত উপায়ে প্রশ্ন পত্র ফাঁস করা যায়, সব উপায় বন্ধ করা হয়েছে। একটি প্রশ্নের ২০টির অধিক সেট করা হয়েছে। প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র সংযুক্তি করে রাখা হয়েছে। এতে প্রশ্নপত্র বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে ১৪টি কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, এবার সি ইউনিটে ৬২০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬৮৮ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে।

এদিকে, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভর্তি সংক্রান্ত অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি প্রদানের জন্য মোবাইল কোর্ট আইন-২০০৯-এর আওতায় একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।

সুব্রত মণ্ডল/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।