ভিক্ষুক নাজিম উদ্দিনের প্রশংসায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ পিএম, ২৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা দান করা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নাজিম উদ্দিনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, শেষ সম্বলটুকু দান করে তিনি (নাজিম উদ্দিন) সারাবিশ্বে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের মানুষের মধ্যে এখনও এই মানবতাবোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় দেখি বিত্তশালীরা হাহুতাশ করেই বেড়ায়।

সোমবার রাজশাহী বিভাগের আট জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, আপনারা দেখেছেন। একজন ভিক্ষা করে খায়। একটা সাধারণ মানুষ। আগে টুকটাক কিছু করত। এখন করতে পারে না। দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায়। ভিক্ষা করে ১০ হাজার টাকা জমা করেছিল, থাকার ঘর ঠিক করবে বলে। তার গায়ে ভালো জামা নেই। খাবারও ঘরে ঠিকমতো নেই। সেই মানুষ তার জমানো টাকা তুলে দিয়েছেন করোনাভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যের জন্য।

‘আমি মনে করি সারাবিশ্বে একটি মহৎ দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এত বড় মানবিকগুণ আমাদের অনেক বিত্তশালীর মধ্যেও দেখা যায় না। কিন্তু একজন নিঃস্ব মানুষ, যার কাছে এই টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাকা দিয়ে জামা কিনতে পারত, ঘরের খাবার কিনতে পারত। তার জন্য সে অনেক কিছু করার চিন্তা করতে পারত। কিন্তু সে তা করেনি’ বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই মুহূর্তে তার ভিক্ষা পাওয়া মুশকিল। তারপরও সে চিন্তা করেনি। শেষ সম্বলটুকু সে দান করে গেছে। এই যে একটা মহৎ উদারতা দেখাল, বাংলাদেশের মানুষের মধ্যে এখনও এই মানবতাবোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় দেখি অনেক বিত্তশালী হাহুতাশ করেই বেড়ায়। ঝিনাইগাতির নাজিম উদ্দিন, এই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত।

এমএএস/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।