চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে বাছির মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত বাছির মিয়া আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের অলেস মিয়ার ছেলে।
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে বাছির মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন চড়ে আশুগঞ্জে যাচ্ছিলেন। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আসামাত্র বাছির চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আজিুজল আলম সঞ্চয়/এআরএ/এমএস