রাজধানীতে ৩ দিনব্যাপি খাদ্য মেলা শুরু


প্রকাশিত: ০৫:১৯ এএম, ১৬ অক্টোবর ২০১৫

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিসার্চ সেন্টারে (বিএআরসি) তিন দিনব্যাপি খাদ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০টায় মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার সহযোগিতায় কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলায় অংশ নিয়েছে কৃষি মন্ত্রণালয়ের প্রত্যেকটি অঙ্গ সংস্থা। মেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতর, ধান গবেষণা ইন্সটিটিউট, কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা, কৃষি ও খাদ্য সংস্থার স্টল ছাড়াও কৃষিজ পণ্য উৎপাদনকারী বিভিন্ন শিল্পোদ্যোক্তা গোষ্ঠিও অংশ নিয়েছে।

Food-Fair

এর আগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা ও র‌্যালি বের করেছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি ও খাদ্য সংশ্লিষ্ট সংস্থা ও সংগঠনগুলো।

শোভাযাত্রা ও র‌্যালিতে এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, নাছিরুজ্জামান, বেগম ভিকারুন্নেসা, সীডের ডিজি আনোয়ার হোসেন, ডিজি (এক্সটেনশন) হামিদুর রহমান, বিএডিসি’র এমডি (সীড) রওনক মাহমুদ প্রমুখ।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।