নেইমারকে নিষিদ্ধ করার আবেদন


প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৬ অক্টোবর ২০১৫

চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে নেইমারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার আবেদন করেছে তারই সাবেক ক্লাব সান্তোস। ব্রাজিলিয়ান ক্লাবটি ফুটবলের সর্বোচ্চ সংস্থার কাছে এ আবেদন করেছে। তাদের অভিযোগ, ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যাওয়ার সময় চুক্তি ভঙ্গ করেছেন নেইমার।

নেইমারের একজন এজেন্ট অবশ্য এর সঙ্গে একমত নন। ওয়াগনার রিবেইরো বলেছেন, সান্তোসের আবেদন অসাংবিধানিক ও অন্যায়। আমি এ নিয়ে চিন্তা করছি না। আমার মনে হয় নেইমারও এ নিয়ে ভাবছে না। তবে আমি নেইমার সিনিয়রের (নেইমারের বাবা, তার ম্যানেজারও বটে) এবং তার আইনি দলের সঙ্গে করণীয় নিয়ে বসবো।

তবে সান্তোসের প্রেসিডেন্ট মদেস্তো রোমা বলেছেন, এটা নেইমারের বিরুদ্ধে কিছু নয়। এটা আসলে ক্লাবের পক্ষে নেয়া উদ্যোগ।

ফিফার কাছে আবেদনে সান্তোস জানিয়েছে, নেইমারের ট্রান্সফারে ফিফার ট্রান্সফার আইনের ৬২ ও ১৭ নম্বর আর্টিকেল অমান্য করা হয়েছে। যার একটি দুর্নীতি ও অন্যটি চুক্তির শর্ত ভঙ্গের কথা বলে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।