কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৫৯তম জন্মবার্ষিকী আজ


প্রকাশিত: ০১:১৬ এএম, ১৬ অক্টোবর ২০১৫

তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৫৯তম জন্মবার্ষিকী আজ। বাংলা কবিতায় অবিস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি স্বীকৃতি। ১৯৫৬ সালের এই দিনে তিনি বরিশালে রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন।

দিনটির স্মরণে কবির গ্রামের বাড়ি বাগেরহাটের মংলার মিঠেখালিতে রুদ্র স্মৃতি সংসদ থেকে আজ (শুক্রবার) সকালে শোভাযাত্রা সহকারে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া সন্ধ্যায় সংসদ কার্যালয়ে কবির স্মরণে আলোচনা ও রুদ্র সঙ্গীত অনুষ্ঠিত হবে।

অকাল প্রয়াত এই কবি তার কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ, প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য। একই সঙ্গে তার কাব্যের আরেক প্রান্তরজুড়ে রয়েছে সুন্দরের প্রতি মগ্নতা।

মাত্র ৩৪ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।