আপত্তিকর অবস্থায় ঢামেকের দুই চিকিৎসক আটক


প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডক্টর্স ডরমেটরি কোয়ার্টার থেকে আপত্তিকর অবস্থায় দুই চিকিৎসককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজন ঢামেকের গাইনির চিকিৎসক। অপরজনও ঢামেকের চিকিৎসক ডা. মো. রিজওয়ানুর রহমান মাসুম। তবে তার বিভাগ জানা যায়নি।

পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রাত ১১টায় আপত্তিকর পরিস্থিতির সংবাদ পেয়ে পুলিশ, ওই গাইনি চিকিৎসকের পরিবার ও শ্বশুরবাড়ির লোকেরা ওই কোয়ার্টারে গিয়ে দরজা নক করে।

তবে ভেতর থেকে কেউ দরজা না খুললে দুপক্ষের সামনেই পুলিশ দরজা ভেঙে ফেলে। ঘরে ঢুকে ডা. মো. রিজওয়ানুর রহমান মাসুমের সঙ্গে ওই নারী চিকিৎসককে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পরে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।

গাইনি বিভাগের ওই চিকিৎসকের স্বামীও ঢামেকের চিকিৎসক । তিনি বর্তমানে থাইল্যান্ড ট্রেনিংয়ে রয়েছেন। পরিবারের সদস্যরা অভিযোগ করলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।