ভিসা ছাড়াই যাওয়া যাবে মালয়েশিয়া


প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

অফিশিয়াল ও কূটনীতিক পাসপোর্টধারীদের জন্য সুখবর। এখন থেকে মালয়েশিয়া ভ্রমণের জন্য তাদের আর ঢাকা থেকে ভিসা নেয়ার প্রয়োজন হবে না। কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টেই যেতে পারবেন মালয়েশিয়ায়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা নেয়া ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

তবে প্রতিবার ভ্রমণে তারা এক মাস পর্যন্ত সময় পাবেন। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়ালালামপুর সফরকালে পুত্রাজায়ায় দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।