চোরের চেতনানাশকে প্রাণ গেলো কিশোরীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোরের ছিটানো চেতনানাশকে জ্ঞান হারিয়ে আর জ্ঞান ফেরেনি কিশোরী মাহমুদা বেগমের (১৪)। এ ঘটনায় পুরো বাঞ্ছারামপুর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও কেউ অভিযোগ না দেয়ায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তেঁজখালী ইউনিয়নের আকানগর গ্রামের আলী মিয়ার বাড়িতে একটি সংঘবদ্ধ চোরচক্র সিঁধ কেটে ঘরে ঢুকে চেতনানাশক ওষুধ ছিটিয়ে দেয়। এ সময় ওই ঘরে থাকা কিশোরী মাহমুদা ও তার মামী ময়না বেগম জ্ঞান হারিয়ে ফেলেন।

এ সুযোগে চোর চক্রটি ঘরের ভেতর থাকা মোবাইল, কাপড়-চোপড়সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরে চোরদের ছিটানো চেতনানাশকের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়া মাহমুদাকে বৃহস্পতিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এহসান হাবিব মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মা-বাবাহীন মাহমুদা ছোটবেলা থেকেই তার মামার বাড়িতে থাকতেন। আর তাই আর্থিকভাবে অস্বচ্ছল মাহমুদার মৃত্যুর ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। এর ফলে থানায় মামলা দায়েরও হয়নি।

আজিজুল আলম সঞ্চয়/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।