ঢাকায় ২৫০ জনের জন্য হাসপাতালে মাত্র একটি বেড


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

রাজধানীতে প্রতি ২৫০ জন মানুষের জন্য মাত্র একটি হাসপাতাল বেড রয়েছে। সরকারি বেসরকারি মোট স্বাস্থ্যসেবা কেন্দ্রের শতকরা ৯৪ ভাগ বেসরকারি মালিকানায় পরিচালিত হচ্ছে। বেসরকারি এ সব প্রতিষ্ঠানে ১৮শ’ ডাক্তারের চেম্বার রয়েছে। এছাড়া ঢাকায় ৮হাজারেরও বেশি ফার্মেসি রয়েছে।

আইসিডিডিআর’বি পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) বাংলাদেশ এর অর্থায়নে শহরের মোট ১২ হাজার স্বাস্থ্য সেবাকেন্দ্রের ওপর এ গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।

জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এনালাইসিস পদ্ধতির এ গবেষণা দেখা যায় ভৌগলিকভাবেও ঢাকা শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডাক্তার, নার্সের পদায়নসহ বিভিন্ন অসমতা রয়েছে। জরুরি মুমূর্ষু রোগী, নবজাতক আইসিইউ ও বার্ন ইউনিটেরও স্বল্পতা রয়েছে।
 
আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লিমেন্স বলেন, বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন শহরে বস্তির সংখ্যা বাড়ছে। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার চিত্রকল্প প্রণয়ন করতে হবে।

আইসিডিডিআরবির এ গবেষণা সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এবিষয়ে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে এ ধরনের গবেষণায় সম্পৃক্ত হতে তারা  আগ্রহী।

এমইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।