চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩৩ জাহাজে ৩৬ হাজার কনটেইনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৩ এপ্রিল ২০২০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩৩টি জাহাজ অপেক্ষমাণ রয়েছে। সেগুলোতে ৩৬ হাজার কনটেইনার মজুত আছে। এসব জাহাজের মালামাল খালাস করাতে হলে বন্দর থেকে অফডকে (কনটেইনার টার্মিনাল) কনটেইনার পাঠিয়ে জাহাজের কনটেইনার নামাতে হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম বন্দর ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতীয় স্বার্থে চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বন্দরের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। এ ঝুঁকি হচ্ছে আগামী প্রজন্মের জন্য।‌‌‘‌’

প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘বন্দরের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে। বন্দরে কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ সুদৃষ্টি দিয়ে দেখবে।‌‌’

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘করোনাভাইরাস আসার পর সব কর্মকাণ্ড বন্ধ হলেও ব্যতিক্রম চট্টগ্রাম বন্দর। গণমাধ্যমের সাপোর্ট আমরা পেয়েছি। পজিটিভ গ্রোথ রেট ধরে রাখার মাধ্যম বন্দর। তাই বাধা চিহ্নিত করে তা অপসারণের চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘কনটেইনার জট নিরসনে সব পণ্য অফডকে সরিয়ে নেয়ার জন্য অনুমোদন পেতে যাচ্ছি। এর ফলে ১৮ হাজার কনটেইনার অফডকে নেয়া যাবে। বিকেলের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে আশা করি।’

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে আমদানি পণ্যের কন্টেইনার সংশ্লিষ্টরা বন্দর থেকে ডেলিভারি না নেয়ায় কন্টেইনার জটে প্রায় অচল হতে বসেছে চট্টগ্রাম বন্দর।

এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।