লালমনিরহাটের ৫৯টি ছিটে ভূমি জরিপকাজ শুরু
লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটমহলে ভূমি জরিপ শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে করে দীর্ঘ ৬৮ বছর পর দখল শর্তে নিজ জমির দাগ নম্বরসহ মালিকানার কাগজপত্র পাচ্ছেন সেখানকার বাসিন্দারা।
বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধার উত্তর গোতামারী বিলুপ্ত ছিটমহলে গিয়ে দেখা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি দল ভূমি জরিপ কার্যক্রম শুরু করেছেন। এসময় তারা স্থানীয়দের সঙ্গে নিয়ে দখলি জমিতে গিয়ে দাগ নির্ধারণসহ প্রয়োজনীয় কাজপত্র তৈরির কাজ চালিয়ে যান।
ভূমি জরিপকারী ওই দলের মধ্যে ছিলেন উপজেলা কানুনগো খাদিমুল ইসলাম, ভূমি সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, সেটেলম্যান সার্ভেয়ার মনিন্দ্র নাথ বর্মণ, উপজেলা সহকারী পরিসংখ্যান সাদেকুল ইসলাম, সহকারী সেটেলম্যান তোফাজ্জল হোসেন, গোতামারী ইউনিয়ন তহশীলদার আনোয়ার হোসেন ও হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক মকছেদ আলী।
লালমনিরহাট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারতে থাকা অনেক জমির নথিপত্র ইতোমধ্যে দুদেশের ডিসি-ডিএম পর্যায়ের বৈঠকে বিনিময় হয়েছে। বিলুপ্ত ছিটমহলের ভুমি জরিপকালে এসব নথিপত্রের সঙ্গে প্রধানত দখলের ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হবে। এসময় কেউ আপত্তি তুললে ইউএনওর নেতৃত্বে জরিপ পরিচালনা কমিটি তা সমাধানের চেষ্টা করবে।
হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান জাগো নিউজকে বলেন, প্রথম দিনের ভূমি জরিপকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই কার্যক্রম আগামী একমাসব্যাপী চলবে বলে জানান তিনি।
১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির ভিত্তিতে ভারতীয় সংসদে পাশ হওয়ার পর চলতি বছর ৩১ জুলাই দুদেশের ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত হয়। তবে ওই চুক্তি বাস্তাবায়িত হলেও দীর্ঘ ৬৮ বছর ধরে এসব ছিটমহলের বাসিন্দারা সাদা কাগজে তাদের জমি কেনা-বেচা করে আসছেন।
রবিউল হাসান/এমজেড/আরআইপি