গার্মেন্টস মালিক-শ্রমিকের অবস্থা নতুন মোড় নিয়েছে : সিপিডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৩ এপ্রিল ২০২০

রানা প্লাসা ধসের পর দেখা দেয়া সংকট কাটিয়ে দেশের গার্মেন্টস খাত যখন ঘুরে দাঁড়াচ্ছিল, সেই সময় করোনাভাইরাসের কারণে এই খাতের মালিক ও শ্রমিকদের অবস্থা নতুন মোড় নিয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

বৃহস্পতিবার ‘রানা প্লাজা ট্রাজেডির সপ্তম বার্ষিকী, কোভিড-১৯ : সংকটের মুখে শ্রমিক ও মালিক- সরকারি উদ্যোগ ও করণীয়’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে সিপিডির পক্ষে এ অভিমত তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

ফাহমিদা বলেন, গার্মেন্টস খাত রফতানিতে প্রায় ৮০ শতাংশ অবদান রাখে। আমাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৩-১৪ শতাংশ অবদান এই খাতের। এই শিল্পে চার লাখের বেশি শ্রমিক রয়েছেন। তারা আমাদের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখেন।

করোনা পরিস্থিতিতে গার্মেন্টেসের মালিক ও শ্রমিকদের অবস্থা নতুন মোড় নিয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, রানা প্লাজা ধ্বংসযজ্ঞের পর এই শিল্প যখন সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রমণ হলো।

‘তার ফলে এই শিল্পসহ অন্যান্য শিল্প ও গোটা অর্থনীতি সংকটের মুখে পড়েছে। আমরা জানি এখানে যে সমস্যা হচ্ছে, সমস্যগুলো সমাধানের জন্য প্রচেষ্টা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে, মালিকদের পক্ষ থেকে এবং শ্রমিকরাও তাদের দাবি দাওয়া উত্থাপন করছেন’ বলেন ফাহমিদা।

এমএএস/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।