জাতির মর্যাদা নির্ভর করে আইনের শাসনের উপর


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা একটি নিরপেক্ষ রাষ্ট্রের পূর্ব শর্ত। একটা জাতি কত উন্নত তা পরিমাপ করা হয় সে দেশের আইনের শাসন কত পুষ্ট তা দিয়ে। যে দেশে আইনের শাসন নেই, সে দেশ যত উন্নত হোক না কেন, যত টাকা-পয়সার মালিক হোক না কেন সেই দেশ তত মর্যাদা পাবে না। যেমন দেখুন চীন। যতই টাকা-পয়সার মালিক হোক না কেন চীনে গণতন্ত্র নেই। আইনের শাসনও নেই। অথচ আমেরিকায় আইনের শাসন আছে, গণতন্ত্র আছে। তাই তারা আজ বিশ্বে উন্নত।

বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ভবনে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খাঁন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এ কে এম আব্দুল হাই, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন প্রমুখ।

শওকত আলী বাবু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।