কর্মহীন নৌ শ্রমিকদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নৌ শ্রমিকদের মাঝে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বুধবার সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা সদরঘাট টার্মিনাল ভবনে পাঁচশ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, এক লিটার তেল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও একটি সাবান রয়েছে।

করোনা পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তায় শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ এগিয়ে এসেছে। এর আগে গত ১২ এপ্রিল নৌপরিবহন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দুই হাজার প্যাকেট এবং ১৯ এপ্রিল নৌপরিবহন প্রতিমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কাছে এক হাজার প্যাকেট ত্রাণসামগ্রী হস্তান্তর করে শিপার্স কাউন্সিল।

এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, এসসিবির চেয়ারম্যান রেজাউল করিম এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান উপস্থিত ছিলেন।

এমইউএইচ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।