রানের পাহাড়ে পাকিস্তান


প্রকাশিত: ০৩:৩২ এএম, ০১ নভেম্বর ২০১৪

দীর্ঘ ২০ বছর পর অসিদের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে ৫৭০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে মিসবাহ উল হকের দল। জবাবে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ এক উইকেটে ২২। ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার ১৬ রানে ও নাথান লায়ন ১ রানে। অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে ৫৪৮ রানে।

আগের দিনের ২ উইকেটে ৩০৪ রান নিয়ে এদিন খেলতে নামলে এদিন ক্যারিয়ারের ৫ম দ্বিশতক হাঁকান ইউনিস খান। বিদায় নেওয়ার আগে ৩৪৯ বলে ২১৩ রান করেন তিনি। এর মধ্য দিয়ে তৃতীয় পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ৮ হাজারি ক্লাবের সদস্যও হয়েছেন তিনি। তার আগে পাকিস্তানের হয়ে এই মাইলফলক পূর্ণ করেছেন জাভেদ মিঁয়াদাদ ও ইনজামাম উল হক।

এছাড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক মিসবাহ উল হক। স্মিথের হাতে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে ১০১ রান করেন পাকিস্তান অধিনায়ক। প্রথম দিনে শতক হাঁকানো আজহার আলী এদিন বিদায় নেন ১০৯ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট নিয়েছেন মিচেল জনসন, সিডল ও লায়ন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।