‘ইবোলা সবার জন্য মরণঘাতী নয়’
ইবোলা ভাইরাস সবার জন্য মরণঘাতী নয়। নতুন এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের মাইক্রোবায়োলজি বিভাগের নেতৃত্বে নতুন এ গবেষণাটি পরিচালিত হয়। গবেষণায় বিজ্ঞানীরা ইঁদুরের সাহায্য নেন।
গবেষকরা বলেছেন, ইবোলা ভাইরাস বিভিন্নভাবে আক্রমণ করে। আর সেটা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংশ্লিষ্ট ব্যক্তির জেনেটিক ফ্যাক্টর।
গবেষণা অনুযায়ী ব্যক্তির জেনেটিক ফ্যাক্টরের কারণেই ভাইরাস থেকে সৃষ্ট রোগ আরোগ্যযোগ্য থেকে মরণঘাতী হতে পারে। অর্থাৎ ইবোলা ভাইরাসের আক্রমণের প্রতিক্রিয়া মানুষ থেকে মানুষে আলাদা হয়।
গবেষকদের দাবি, কিছু লোক আছেন যারা পুরোপুরিভাবে ইবোলা ভাইরাসকে প্রতিরোধ করতে পারেন। কেউ আক্রান্ত হন এবং সেরেও উঠেন। আর কিছু লোক আছেন যাদের এই দুটি ক্ষমতার একটিও নেই। ফলে তাদের শেষ গন্তব্য মৃত্যু।