লিগে এক ম্যাচ নিষিদ্ধ মরিনহো


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৫ অক্টোবর ২০১৫

রেফারির সমালোচনা করে ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ নিষিদ্ধ হলেন চেলসি কোচ হোসে মরিনহো। সেই সঙ্গে ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে এই পর্তুগিজকে।   

সাউদাম্পটনের বিপক্ষে চেলসির ৩-১ গোলে হারের ম্যাচে রেফারির সমালোচনা করে মরিনহো বলেন, রেফারি চেলসির পক্ষে সিদ্ধান্ত দিতে ভয় পাচ্ছে। ম্যাচে ১-১ অবস্থায় সমতা থাকাকালীন আমরা একটি নিশ্চিত পেনাল্টি পাইনি। আর এ ব্যাপারে এফএ যদি আমাকে শাস্তি দিতে চায় তবে দিতে পারে। তারা অন্য কোন কোচকে শাস্তি দিবে না। এটা কোন সমস্যা না। পরে এই ইস্যুটিকে কেন্দ্র করে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) মরিনহোকে শাস্তি দেন।

এদিকে শাস্তিটি অবশ্য এখনই পাচ্ছেন না মরিনহো। আগামী এক বছরের আগে যদি আবারো এমন অপরাধ করেন তবেই শাস্তিটি কার্যকর করা হবে। প্রিমিয়ার লিগে আট ম্যাচে সমান পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৬ নম্বরে রয়েছে চেলসি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।