চালচুরি ও বিক্ষোভ নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জাসদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৮ এপ্রিল ২০২০

‘ত্রাণের চালচুরির সাথে জাসদ, জাতীয় পার্টি, বিএনপির চেয়ারম্যান-মেম্বাররা জড়িত’ এবং ‘ত্রাণের দাবিতে বিক্ষোভের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে’ বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে জাসদ।

শনিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, তথ্যমন্ত্রীর এ বক্তব্য শুধু সত্যের অপলাপই নয়, অপ্রয়োজনীয়ও বটে।

তারা বলেন, প্রধানমন্ত্রী যখন সামনে থেকে করোনা সংকটের কঠিন পরিস্থিতি মোকাবিলা করছেন তখন তার মন্ত্রিসভার কোনো সদস্যেরই কাজ বাদ দিয়ে এমন কোনো অপ্রয়োজনীয় কথা বলা উচিত না। যাতে প্রধানমন্ত্রীর কাজ ও কথার সাথে অসঙ্গতিপূর্ণ এবং যা প্রধানমন্ত্রীর প্রচেষ্টার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি করে।

জাসদ নেতৃদ্বয় বলেন, কারা ত্রাণের চাল চুরি করেছে তা জনগণের সামনে প্রকাশিত। চালচুরির ঘটনা মূলধারার গণমাধ্যমের কড়া নজরদারির বাইরে না। গণমাধ্যম তা প্রকাশও করছে। মাঠপ্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দাসংস্থা, দুদকসহ সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ত্রাণ বিতরণ কাজের ওপর কড়া নজরদারি রাখছে। তাই ত্রাণের চালচুরির ঘটনার সাথে যুক্ত কেউই রেহাই পায়নি, পাবেও না।

এ রকম পরিস্থিতিতে তথ্যমন্ত্রীর বক্তব্য চালচোরদের পরিচয় আড়াল ও বিভ্রান্তি সৃষ্টি করে চিহ্নিত চালচোরদের পক্ষে নির্লজ্জ সাফাইয়ে পরিণত হয়েছে। জাসদ নেতৃদ্বয় দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও মন্তব্য প্রদান না করার জন্য তথ্যমন্ত্রীসহ দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান।

এফএইচএস/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।