বাড়তে পারে ঈদের ছুটি
চলতি বছরের সরকারি ছুটি ২৩ দিন। এরমধ্যে সাধারণ ছুটি ১৫ দিন আর নির্বাহী আদেশের ছুটি আট দিন। যার মধ্যে ঈদের ছুটি মাত্র তিন দিনের। যেখানে ঢাকা থেকে বাড়ি পৌঁছতে ও আবার ঢাকায় আসতেই দুই দিন কেটে যায়। বাকি একদিন যায় বিশ্রামে।
তবে এবার ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের কষ্ট লাঘব এবং মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ কমাতে ঈদের ছুটি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। জানা গেছে, বিদ্যমান ছুটি ব্যবস্থায় কিভাবে পরিবর্তন আনা যায়, তা আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানোর জন্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব সভার কার্যপত্র গতকাল বুধবার বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন সচিব জানান, চীনে বসন্ত উৎসবের ছুটি থাকে টানা সাত দিন। অক্টোবর মাসেও ছুটি আছে সাত দিনের। সৌদি আরবে ঈদুল ফিতরের ছুটি সাত দিনের। আর ঈদুল আজহার ছুটি ১০ দিনের। আমাদের দেশেও বছরের অন্যান্য ছুটির সঙ্গে সমন্বয় করা হবে ঈদের ছুটি।
এছাড়া মন্ত্রিসভায় সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। সচিবালয়ের মূল ভবনের সঙ্গে পরিবহন পুল ভবনের সংযোগ স্থাপনের জন্য স্বরাষ্ট্র এবং গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।
আরএস/এমএস